কলারোয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২১’ উপলক্ষ্যে জনসচেতনতামূলক প্রচার-প্রচারনা কার্যক্রম পরিচালিত হয়েছে।
শুক্রবার (৫ নভেম্বর) সকাল ১১ টায় পৌর সদরের সরকারি করেজ বাসস্টান্ডে সিভিল ডিফেন্স সপ্তাহের অংশ হিসাবে ওই প্রচারনা কার্যক্রম পরিচালিত হয়।
'মুজিব বর্ষে শপথ করি, দুর্যোগে জীবন সম্পদ রক্ষা করি' এই প্রতিপাদ্যকে সামনে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র আয়োজনে অনুষ্ঠিত প্রচার সভায় জনসচেনতামূলক বক্তব্য রাখেন ফায়ার সার্ভিসের সাব অফিসার আব্দুল ওহাব বিশ্বাস, ফায়ার সার্ভিস স্টেশনের লিডার ওবায়দুল্যা, লিডার শরিফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন স্টেশনের সকল সদস্যবৃন্দ। অগ্নি দূর্ঘটনা প্রতিরোধে ও মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বক্তারা দূর্ঘটনা ও দূর্যোগে জনগনকে সার্বিক সহযোগীতা ও দিক নির্দেশনা প্রদাণ করেন। দেশ ও জনগনের প্রান ও সম্পদ রক্ষায় উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের নিয়ন্ত্রণ কক্ষসহ সকল সদস্যরা নিরলস ভাবে কাজ করে যাবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত ৪ নভেম্বর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২১’র কার্যক্রম শুরু হয়েছে বলে জানা যায়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]