বাংলাদেশ ফুড ব্যাংকের সহযোগিতায় সাতক্ষীরার কলারোয়ায় ৫শ’ অসহায় ও দুস্থ পরিবারে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (১২জুলাই) সকালে উপজেলার কেরালকাতা ইউনিয়নের সিংগা মাধ্যমিক বিদ্যালয়, সাতপোতা সরকারী প্রাথমিক বিদ্যালয়, কোমরপুর বালিকা বিদ্যালয় ও সোনবাড়ীয়ার মাদরা মোড়ে সকাল থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করা। বাংলাদেশ ফুড ব্যাংকের চেয়ারম্যান আল মামুনের সার্বিক সহযোগিতায় খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, কেরালকাতা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ,অধ্যাপক হারুন-অর-রশিদ, প্রাক্তন প্রধান শিক্ষক নজরুল ইসলাম, আ: ছাত্তার, কলারোয়া পৌর প্রেস ক্লাবের সভাপতি ও ডেইলি অবজারভার পত্রিকার কলারোয়া সংবাদদাতা জুলফিকার আলী। এ সময় অসহায় মানুষদের খাদ্য বিতরণে সহযোগিতা করেন, বাংলাদেশ ফুড ব্যাংকের সাতক্ষীরা জেলার ভলান্টিয়ার শফিউল আজম, তানভীর আহম্মেদ প্রান্ত, মো: সুইচ, মোতাহার হোসেন, ডা: ফজলুর রহমান প্রমুখ। উল্লেখ্য-ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে, চাউল-১০কেজি, আলু-দেড় কেজি, মুশুরীর ডাল-১কেজি ও খাওয়ার লবণ-৫০০ গ্রাম করে প্রত্যেক কার্ডধারীর মধ্যে বিতরণ করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]