কলারোয়ায় ঢাকাগামী ঈগল পরিবহন থেকে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এসময় ওই পরিবহনের চালক, সুপারভাইজারসহ ৪ব্যক্তিকে আটক করা হয়েছে।
রবিবার সকাল ১০টার দিকে উপজেলা মোড়ের ঢাকা গাড়ির কাউন্টার এলাকা থেকে এ আটকের ঘটনা ঘটে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির সেখানে উপস্থিত ছিলেন।
সেকেন্ড অফিসার এসআই সাহাজান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঈগল পরিবহনের ব্যাটারী বক্স থেকে ৮০ বোতল ফেনসিডিলসহ ৪ জনকে আটক করে পুলিশ। জব্দ করা হয় ওই পরিবহন (ঢাকা মেট্টো-ব-১৪-৬৫৮৩)।
আটকরা হলো ঈগল পরিবহনের চালক কেদার হোসেন (৫৫), সুপারভাইজার আক্তার হোসেন (৪৫), আমের আলী (২৭) ও আব্দুল মাজেদ (৪৫)।
এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]