কলারোয়ার সরসকাটি ফাঁড়ির পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৭২ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে আটক করেছে।
আটককৃতরা হলো- সাতক্ষীরা সদরের পায়রাডাঙ্গা এলাকার লুৎফর সরদারের ছেলে শরিফুল ইসলাম ঢালী (২৬) ও যশোরের বারান্দীপাড়া বটতলা এলাকার শেখহাটি গ্রামের গোলাম মোস্তফা বিশ্বাসের ছেলে জুয়েল বিশ্বাস (৩৩)।
রবিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯ টার দিকে সরসকাটি বাজার মহেন্দ্র স্ট্যান্ড থেকে পুলিশ তাদের আটক করে।
সরসকাটি পুলিশ ফাঁড়ির ইনচার্জ তৌফিক আহম্মেদ টিপু জানান, তার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে সরসকাটি বাজারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। মহেন্দ্র স্ট্যান্ড চৌরাস্তা মোড় থেকে পুলিশের উপস্থিত টের পেয়ে মোটরসাইকেলসহ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে শরিফুল ও জুয়েলকে ৭২বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।
রবিবার রাতেই তাদের কলারোয়া থানায় সোপর্দ করা হয়।
এবিষয়ে কলারোয়া থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।
তিনি আরো জানান, মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের ধরার চেষ্টা চালাচ্ছি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]