কলারোয়ায় ফেনসিডিলসহ শার্শার তিন মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহষ্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার খোরদো বাজার এলাকা থেকে স্থানীয় ক্যাম্পের পুলিশ ২০০ বোতল ফেনসডিলসহ তাদের আটক করে।
গ্রেপ্তাররা হলো হাওয়া বিবি (৪০), রহিমা বেগম পেকি (৫০) ও নাছিমা খাতুন (২৬)। তাদের সকলের বাড়ি শার্শায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খোরদো পুলিশ ফাঁড়ির ইনচার্জ মামুনুর রহমান জানান, ‘খোরদো বাজারস্থ বাংক এশিয়ার সামনের পাকা রাস্তার উপর হতে গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পথচারী নারী সাক্ষীর সহায়তায় তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক তিন নারী মাদক ব্যবসায়ী হাওয়া বিবির কাছ থেকে ৫০ বোতল, রহিমা বেগম পেকির কাছ থেকে ৭৫ বোতল ও নাছিমা খাতুনের কাছ থেকে ৭৫ বোতলসহ সর্বমোট ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।’
এসআই মামুন আরো জানান, ‘জব্দকৃত মাদকদ্রব্য বরিশাল নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে খোরদো পুলিশ ক্যাম্প কর্তৃক ওই তিন নারী আটক হয়। এ ঘটনায় কলারোয়া থানায় মামলা দায়ের হয়েছে, যার নং-১৩, তারিখ- ১৫/১০/২০২০ ইং।’
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]