কলারোয়ায় পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২০জুলাই) সকাল ৬টার দিকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোনাবাড়িয়া ইউনিয়নের মাদরা গ্রামের মৃত আক্কাছ আলীর পুত্র আনারুল ইসলাম (৪০) কে ও রোববার রাত ১০টার দিকে কেরালকাতা ইউনিয়নের কাউরিয়া গ্রামের মৃত সুলতান মোল্লার ছেলে সিরাজুল ইসলাম (৪৫) কে ৫২ বোতল ফেনসিডিলসহ নিজ বাড়ী সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনির-উল-গীয়াস মাদক দ্রব্য আইনে মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার (২০জুলাই) গ্রেপ্তারদের সাতক্ষীরার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]