কলারোয়ায় ১০ বোতল ফেন্সিডিলসহ দুই নারী ও এক পুরুষ আটক হয়েছে।
শনিবার (১০এপ্রিল) বিকেলে উপজেলার বোয়ালিয়া গ্রামের শাবানার মোড় নামক স্থান থেকে তারা আটক হয়।
ওই সময় পুলিশ তাদের কাছ থেকে ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
আটককৃতরা হলো- খুলনার লবণচরা থানার হরিণটানা গ্রামের মাজেদ আলী শেখের ছেলে সামাদ আলী শেখ (২৮), সাতক্ষীরা সদর উপজেলার মধুমল্লার ডাঙ্গী গ্রামের মহারাম খানের স্ত্রী মনজুয়ারা খাতুন (৪২) ও মেহেদীবাগ রসুলপুর গ্রামের মৃত. আব্দুল হামিদের স্ত্রী হালিমা খাতুন (৬০)।
প্রতিনিয়ত ওই স্থান থেকে তারা মাদক দ্রব্য নিয়ে বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে।
এমন সংবাদের ভিত্তিতে থানার এসআই মাসুদ রানা সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করে।
এঘটনায় কলারোয়া থানায় একটি মামলা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]