কলারোয়ায় অশালীন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার অপরাধে এক যুবক গ্রেফতার হয়েছে।
শুক্রবার ওই যুবককে আটক করে থানা পুলিশ।
মামলা সূত্রে জানা গেছে- উপজেলার মদনপুর গ্রামের নুর আলী মোড়লের কন্যা (১৯) এর সাথে একই উপজেলার বোলিয়ানপুর গ্রামের আরশাদ আলীর ছেলে হাবিবুল ইসলামের সাথে বিয়ে হয়। বিয়ের পরে হাবিবুল মোবাইল ফোনে অন্তরঙ্গ অশালীন ভিডিও ধারণ করে। এরপরে বিভিন্ন সময় যৌতুক হিসাবে টাকা পয়সা দাবি করে নির্যাতন করলে স্ত্রী বাবার বাড়ীতে চলে আসে। দীর্ঘ এক বছর পরে স্বামীর ধারণ করা ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে সামাজিক ভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এঘটনায় ক্ষতিগ্রস্থ ভিকটিম নিজে বাদী হয়ে কলারোয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(গ) তৎ সহ ২০১২সালের পর্ণগ্রাফী আইনে একটি মামলা দায়ের করেন। মামলা দায়ের পরে থানার এসআই ইস্রাফিল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আসামী হাবিবুল ইসলাম (৩০) কে তার বাড়ী থেকে গ্রেফতার করেছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]