সাতক্ষীরার কলারোয়ায় এক মোবাইল ফোন ব্যবসায়ীকে মারপিট করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।
এঘটনায় সোমবার (১১ অক্টোবর) ওই মোবাইল ফোন ব্যবসায়ী বাদী হয়ে কলারোয়া থানায় একটি অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলার বিশ্বাস মার্কেটের মোবাইল সার্কিট হাউজ এর প্রোঃ সাইফুল্লাহ দফাদার (৩৫) ১০অক্টোবর রোববার রাত ৯টার দিকে উপজেলার দলইপুর গ্রামে বাপ্পির দোকানে সামনে যায়। এসময় ওই গ্রামের ইমরান সরদারকে পেয়ে তার সাথে ব্যবসায়ীক টাকা পয়সা লেনদেনের বিষয় নিয়ে কথা বলতে থাকে। হঠাৎ ওই সময় দলইপুর গ্রামের মৃত আনারুল সরদারের ছেলে শুভ সরদার কোন কারন ছাড়ায় সেখানে উপস্থিত হয়ে মোবাইল ফোন ব্যবসায়ী সাইফুল্লাহ দফাদারকে একা পেয়ে বেধড়ক মারপিট করে তার কাছে থাকা নগদ ২০হাজার টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়। ওই সময় সেখানে উপস্থিত লোকজন এগিয়ে এসে মোবাইল ফোন ব্যবসায়ী সাইফুল্লাহ দফাদারকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। পরে তিনি সুস্থ্য হয়ে এলাকার গন্যমান্য ব্যক্তিদের সাথে আলাপ আলোচনা করে কলারোয়া থানায় শুভ সরদারকে বিবাদী করে একটি অভিযোগ দিয়েছে।
এদিকে শুভ সরদারের ফোন বন্ধ থাকায় তার মন্তব্য নেয়া সম্ভব হয়নি।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীর জানান, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। থানার এসআই কেএম রেজাউল করিম বিষয়টি নিয়ে তদন্ত করবেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]