সাতক্ষীরার কলারোয়ায় নানান আয়োজনের মধ্যে দিয়ে শ্রদ্ধা-ভালবাসায় মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।
বুধবার (১৭মার্চ) এ উপলক্ষে নানা কর্মসূচি পালন করে উপজেলা প্রশাসনসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সকালে ৮টায় উপজেলা সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন, উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহম্মদ স্বপন, সাধারণ সম্পাদক আলিমুর রহমান, সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা, কলারোয়া পৌরসভার মেয়র মনিরুজ্জমান বুলবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী শাহজাদা ও শাহনাজ নাজনীন খুকু, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শফিকুল ইসলাম ও উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তাসহ শিক্ষক, ছাত্র ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
এছাড় বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, ইউএনও জুবায়ের হোসেন চৌধুরী, উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহম্মদ স্বপন, সাধারণ সম্পাদক আলিমুর রহমান, কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, থানার ওসি মীর খায়রুল কবির প্রমুখ।
দুপুরের বাদ জোহর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা জামে মসজিদে জাতির জনকের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন উপজেলা মসজিদের ঈমান মাওলনা হাবিবুর রহমান।
এদিকে, অনুরূপভাবে কলারোয়া সরকারি কলেজে, ইসলামিক ফাউন্ডেশনসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান যথাযোগ্য ভাবে দিবসটি উদযাপন করেছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]