কলারোয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (অনুর্ধ বালক-১৭) চ্যাম্পিয়ন হয়েছে দেয়াড়া ইউনিয়ন।
সোমবার বিকেলে পাইলট হাইস্কুল ফুটবল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় কলারোয়া পৌরসভাকে টাইব্রেকারে ৪-২ গোলে পরাজিত করে দেয়াড়া। এর আগে নির্ধারিত সময়ে গোলশুন্য ড্র থাকে।
ম্যান অব দ্য ফাইনাল হন রানার্সআপ দলের রাসেল।
ম্যান অব দ্য টুর্নামেন্ট বিবেচিত হন চ্যাম্পিয়ন দলের গোলকিপার জিম।
আর সকালে একই মাঠে দুটি সেমিফাইনালে ম্যাচে লাঙলঝাড়াকে টাইব্রেকারে ২-১ গোলে পরাজিত করে দেয়াড়া ও জয়নগরকে ১-০ গোলে পরাজিত করে পৌরসভা দল ফাইনালে ওঠে।
খেলাগুলো পরিচালনা করেন মাস্টার মাসউদ পারভেজ মিলন, মিয়া ফারুক হোসেন স্বপন, রুহুল আমিন, রাশেদুজ্জামান রাশেদ, মোশাররফ হোসেন, আবু সাঈদ, আনোয়ার হোসেন, সাজু হালদার।
ধারাভাষ্যে ছিলেন অধ্যাপক রফিকুল ইসলাম, মাস্টার শেখ শাহজাহান আলী শাহিন, রুস্তম আলী, জাহাঙ্গীর হোসেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় সারাদেশের ন্যায় কলারোয়ায় উপজেলা পর্যায়ে বালকদের নিয়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
খেলা উপভোগ করেন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর খায়রুল কবির, পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, প্রধান শিক্ষক আব্দুর রব, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান মফে, নুরুল ইসলাম, কলারোয়া নিউজের হাবিবুর রহমান রনি, আদিত্য কুমার প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]