কলারোয়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ আগস্ট) বিকেলে বাসস্ট্যান্ডস্থ বিশ্বাস মার্কেটের দলীয় কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খাঁন চৌধুরী মজনুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত কলারোয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু।
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, আওয়ামী লীগ নেতা রবিউল আলম মল্লিক, পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজুল ইসলাম, কমিশনার রফিকুল ইসলাম, সাংবাদিক সরদার জিল্লুর রহমান, প্রভাষক আব্দুর রহিম, আবু বকর সিদ্দিক লাভলু, আসাদুজ্জামান, শহিদুল ইসলাম, জিকরিয়া, যুবনেতা শফিউল আলম শফি, আজিজুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাগর হোসেন, সাবেক ছাত্রলীগ সভাপতি আবু সাঈদ, ছাত্রনেতা তুহিন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন- বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন স্বাধীনতা অর্জনের অগ্রদূত, মহীয়সী নারী এবং বঙ্গবন্ধুর সহধর্মিনী ও পথ প্রদর্শক।
আলোচনা শেষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]