বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৯০ তম জন্মদিন উৎযাপন উপলক্ষে আলোচনা সভা ও সেলাইমেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
'বঙ্গমাতা ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতিক'- প্রতিপাদ্যে কলারোয়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে শনিবার (৮ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলারোয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফফর উদ্দিন।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও আলোচনা সভার সভাপতি নুরুন্নাহার আক্তার।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন বলেন- বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব কোন সাধারণ নারী ছিলেন না। তারই উৎসাহ অনুপ্রেরণার কারণে আজ বাংলাদেশের স্বাধীনতা অর্জন। তিনি শুধু বঙ্গবন্ধুর সহধর্মীনি ছিলেন না, তিনি ছিলেন একজন মহীয়সী নারী।
আলোচনা সভা শেষে মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে ৬ জন অসহায় হতদরিদ্র পরিবারের হাতে ৬টি সেলাই মেশিন তুলে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন ও মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার আক্তার।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]