কলারোয়া উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মদিন পালন করা হয়েছে।
এ উপলক্ষ্যে সোমবার সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদের হলরুমে স্থাপিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ^াস।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার রবীন্দ্রনাথ, পুলিশ পরিদর্শক(তদন্ত)হাফিজুর রহমান, খাদ্য গুদাম কর্মকর্তা মমতাজ বেগম, ইউপি চেয়ারম্যান বেনজির হেলাল প্রমুখ।
আলোচনাসভা শেষে ১৭ জন দুঃস্থ নারীকে সেলাই মেশিন ও ২৫ জন অসুস্থ নারীর ২৫ হাজার টাকার চেক ও ৫ জন দুঃস্থ নারীর ২ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]