সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও স্বাধীনতা দিবস বর্নিল আয়োজনে পালিত হয়েছে।
বুধবার (৩০ মার্চ) বিকাল থেকে নানা আয়োজনের মধ্য দিয়ে কলারোয়া হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে দেশ বরেণ্য গায়ক নকুল কুমার বিশ্বাস তাঁর দল নিয়ে গান ও গানাটিকা পরিবেশন করেন।
এর পাশাপাশি কুষ্টিয়ার লালন একাডেমি ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের শিল্পীরা তাদের সুরেলা কন্ঠে গান গেয়ে দর্শক ও বিনোদন পিপাসুদের বিনোদন দেন মধ্যরাত পর্যন্ত।
বিকেল থেকেই শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, চলে গভীর রাত পর্যন্ত। মঞ্চ সাজানো হয় বর্ণিল সাজে। বাহারি রং আর ডিজিটাল পরিবেশনায় মুগ্ধ হন উপস্থিত বিপুল সংখ্যক দর্শক-শ্রোতা।
সামগ্রিক আয়োজনে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক হুমায়ুন কবির, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী, থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আ.লীগ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]