কলারোয়া পৌর সদরের এক বসতবাড়ীর মধ্যে বিদ্যুতের খুঁটি বসিয়ে ২২০ ভোল্টের বিদ্যুৎ লাইন টানার অভিযোগ উঠেছে। যার পাশে ও নিচে বহুতল ভবনসহ বসবাস করছে প্রায় ৩০টি পরিবার। আর এতে যেকোন সময় বড় ধরণের দূর্ঘটনা ঘটতে পারে।
ঝুঁকিপূর্ণ এই বৈদ্যুতিক লাইনটা সরিয়ে অন্য পাশ দিয়ে নিয়ে যাওয়ার জন্য স্থানীয়রা বিদ্যুৎ বিভাগে বার বার অভিযোগ আকারে বললেও কোন গুরুত্বই দিচ্ছেন না বলে এলাকাবাসির অভিযোগ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পৌরসভার ৩নং গদখালি ওয়ার্ডের সরদারপাড়া আব্দুল হান্নান সরদারের বসতবাড়ির মধ্যে বিদ্যুতের ঝুঁকিপূর্ণভাবে খুঁটি বসিয়ে ২২০ ভোল্টের বিদ্যুৎ লাইন টানা হয়েছে। এমনকি ওই ঝুঁকিপূর্ণ লাইন থেকে ব্যক্তিগত মালিকানাধীন বসত বাড়ির উপর দিয়ে বিদ্যুৎ সংযোগের তার টানা হয়েছে আশেপাশের বাড়ী ও ভবনে। আর এভাবে বৈদ্যুতিক খুঁটি বসতবাড়ির আঙিনার ভেতরে রেখে চলছে বিদ্যুৎ সংযোগ। এতে যেকোন সময় ঘটতে পারে দূর্ঘটনা, হতে পারে জানমালের ক্ষয়ক্ষতিসহ প্রাণহানি।
স্থানীয় বাসিন্দা মনোয়ারা খাতুনসহ অনেকে জানান, তারা দীর্ঘদিন ধরে এই এলাকায় বসবাস করছেন। তাদের বাধা উপেক্ষা করে ঝুঁকিপূর্ন এ খুঁটি পুতে ৩০টি ঘরের উপর দিয়ে বিদ্যুতের লাইন টেনে নিয়ে যাওয়া হয়েছে।
ঝুঁকিপূর্ণ ঐ বৈদ্যুতিক খুঁটি সরিয়ে নিরাপদ স্থান দিয়ে লাইন সংযোগ দেয়ার জন্য স্থানীয় প্রশাসন ও বিদ্যুৎ বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]