বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত গ্রীষ্মকালীন হাইব্রিড টমেটোর উপর মাঠ দিবস পালিত হযেছে। কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার জালালাবাদ ইউনিয়নের বাটরা গ্রামের টমেটো ক্ষেত এলাকায় মাঠ দিবসটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রনালযের সচিব সায়েদুল ইসলাম। বক্তব্যে তিনি কৃষকদের গ্রীষ্মকালীন টমেটো সহ বিভিন্ন সবজী ও ফসল উৎপাদনে বীজ, সার সহ সকল কৃষি উপকরন দিয়ে সহযোগীতা করার আশ্বাস দেন।
তিনি আরো বলেন, কৃষিজ পণ্য উৎপাদন শেষে কৃষকদের মুখে হাঁসি ফোটাতে পণ্য বাজারজাত করণ, রক্ষনাবেক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের জন্য সরকারি উদ্যোগের সাথে সাথে বৃহৎ শিল্প প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা ও উদ্যোক্তাদের কাজে লাগিয়ে ব্যবস্থা গ্রহন করা হবে।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (গাজীপুর)'র মহাপরিচালক দেবাশীষ সরকারের সভাপতিত্বে মাঠ দিবসে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) সাবিহা পারভীন। অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমান, বারির পরিচালক ড. অপূর্ব কান্তি চৌধুরী, গাজীপুরের সরেজমিন গবেষণা বিভাগের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাজহারুল আনোয়ার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক ফজলুল হক, সাতক্ষীরার উপ-পরিচালক ড. জামাল উদ্দীন, প্রকল্প পরিচালক ডা. ফারুক হোসেন, কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) রুলী বিশ্বাস, জলালাবাদ ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান নিশান, কৃষক কল্যাণ সমিতির সভাপতি সহকারী অধ্যাপক আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী, কৃষাণী বেগম নুরজাহান, শিখা রাণী সহ প্রান্তিক কৃষকবৃন্দ, সূধি ও সাংবাদিকবৃন্দ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]