সাতক্ষীরার কলারোয়ায় অবসর প্রাপ্ত এক সেনা সদস্য প্রতারণায় স্বীকার হয়েছে। ঘটনাটি ঘটেছে-উপজেলার সোনাবাড়ীয়া বাজারে। এবিষয়ে ওই সেনা সদস্য তার টাকা ফেরত পেতে কলারোয়া থানায় প্রতারক রাফসান জনির বিরুদ্ধে একটি অভিযোগ দিয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে-উপজেলার সোনাবাড়ীয়া ইউনিয়নের মাদরা গ্রামের মৃত আলী আকবর আলীর ছেলে আমির হোসেন অবসর প্রাপ্ত একজন সেনা সদস্য। তিনি কলারোয়ার সোনাবাড়ীয়া বাজারে মোবাইল ফোনের ফ্লেক্সিলোড ও বিকাশের দোকান দেন। ওই দোকানে কয়েক দিন ধরে বিকাশের লেনদেন করেন উপজেলার হেলাতলা ইউনিয়নের ব্রজবাকসা গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে রাফসান জনি। সে কৌশলে তার দোকান থেকে ২লাখ ১৩হাজার টাকা বিকাশ করে ছটকে পড়ে।
কয়েকদিন পরে তাকে পেয়ে ওই টাকা চাইলে সে টাকা না দিয়ে তালবাহনা শুরু করে। টাকা চাইলে অকথ্য ভাষায় গালি গালাজ করে হুমকি ধামকিসহ ভয়ভীত প্রদান করে আসছে।
এর পরে গত ১৩ জুলাই বিকালে রাফসান জনির বাসায় গিয়ে ওই বিকাশের টাকা চাইলে সে ক্ষিপ্ত হয়ে গালি দিয়ে মারপিট করার পায়তারা করে। এসময় তার হাত থেকে নিজেকে রক্ষা করতে ডাক চিৎকার করিলে স্থানীয় কামাল হোসেন, শেখ মহিউদ্দীন এগিয়ে এসে সেনা সদস্য আমির হোসেনবে রক্ষা করে।
উল্লেখ্য-ওই রাফসান জনির বিরুদ্ধে কলারোয়া থানায় ১২(৬)২২ নং প্রতারনার মামলা রয়েছে। সে বর্তমানে জামিনে আছে বলে জানা গেছে।
এদিকে টাকা ফেরত পেতে অবসর প্রাপ্ত সেনা সদস্য আমির হোসেন জেলা পুলিশ সুপার ও র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্প ইনচার্জ এর হস্তক্ষেপ কামনা করেছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]