কলারোয়ায় বিক্রয় প্রতিনিধিদের নিয়ে এস.আর ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
উপজেলায় কর্মরত বিভিন্ন কোম্পানির বিক্রয় প্রতিনিধি জোটের আয়োজনে ১০ ওভারের ৪ দলীয় ওই টুর্নামেন্ট শুক্রবার (২১ জানুয়ারী) দিনভর কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়।
এতে প্রাণ কোম্পানি, বিভিন্ন কোম্পানি, ডিলার ও ডিএসআর বৃন্দ অংশ নেন।
টুর্নামেন্টের প্রথম খেলায় অধিনায়ক রিপনের নেতৃত্বে প্রাণ কোম্পানির মোকাবেলা করে কালামের নেতৃত্বে ডিলারদের টিম। খেলায় কালামের টিম ৯৮ রান করে। জবাবে রিপনের টিম ৭৪ রান করতে সক্ষম হয়।
২য় খেলায় বিভিন্ন কোম্পানির অধিনায়ক মামুনের টিমের ১৩৩ রানের জবাবে ডিএসআর টিমের অধিনায়ক সাব্বিরের দল ৭৩ করে করে।
বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বিভিন্ন কোম্পানির টিম ও ডিলারদের টিম পরষ্পর মোকাবেলা করে। প্রথমে ব্যাট করতে নেমে ডিলার টিম ১০৫ রান করতে সক্ষম হয়। জবাবে বিভিন্ন কোম্পানির টিম ১০৮ রান করে জয় নিশ্চিত করে চ্যাম্পিয়ন হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]