কলারোয়ায় বিজবালবিং (BizBulbing) এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হলো জাকজমকভাবে ।
BizBulbing সাতক্ষীরার প্রথম এবং একমাত্র মার্কেট রিসার্চ কোম্পানি । এই কোম্পানিটির হেড অফিস কলারোয়ার আলিয়া মাদ্রাসা মোড়। রিসার্চ কোম্পানিটি ১লা জানুয়ারী, ২০২১ এ প্রথম বছরে পদার্পন করেছে।
প্রতিষ্ঠা বার্ষিকীর পুরো আয়োজনে সাথে ছিলেন এই কোম্পানিটির প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী ইমরুল চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন কলারোয়া ক্রিকেট একাডেমির পরিচালক নাজমুল হাসনাইন মিলন এবং কলারোয়া পৌর যুবলীগের সভাপতি শামিমুল ইসলাম মিলন।
অনুষ্ঠানে বার্ষিক পারফরম্যান্স এর ভিত্তিতে তিনটি পুরস্কার প্রদান করা হয় মেম্বরদের ভিতর থেকে । প্রথম পুরস্কার Employee of the Year লাভ করে নজরুল ইসলাম বকুল । দ্বিতীয় পুরস্কার Best Performer of the Year লাভ করে মোহাম্মদ মিরাজ হোসেন। তৃতীয় পুরষ্কার Best Honest Employee of the Year লাভ করে এস কে রনি।
পুরো আয়োজনে উপস্থাপনার দায়িত্ব পালন করেন তানভীর হোসেন শাওন ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]