মহান বিজয় দিবস-২০২০ উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ গ্রহন করে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দিলেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী জেরীন কান্তা।
সোমবার সকাল ১১টার দিকে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে এই পুরস্কার শিক্ষার্থীদের হাতে তুলে দেন ইউএনও মৌসুমী জেরীন কান্তা।
সে সময়ে সেখানে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল কুদ্দুস তালুকদার, উপজেলা সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, সাংবাদিক সরদার জিল্লুর রহমান প্রমুখ।
করোনাকালীন ২০২০ সালের বিজয় দিবসটি সংক্ষিপ্ত পরিসরে অনুষ্ঠিত হয়েছিল। আর সে দিনেই ভার্চুয়াল জুম মিটিংয়ে ইউএনও মৌসুমী জেরীন কান্তা কলেজ, মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ করে বিজয়ী ১৮ জন শিক্ষার্থীর নাম ঘোষনা করেছিলেন।
সেদিনেই তিনি বলেছিলেন বিশ্বব্যাপী করোনার দ্বিতীয় ঢেউ চলছে তাই আমরা আমাদের সুবিধাজনক একটি সময়ে এই বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার তাদের হাতে তুলে দেব। সে কথা অনুযায়ী অদ্য ১লা ফেব্রুয়ারী ভাষার মাসে এই পুরস্কার শিক্ষার্থীদের হাতে তুলে দিলেন ইউএনও মৌসুমী জেরীন কান্তা।
এসময় করোনাকালীন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বাড়িতে বাবা মায়ের কাছেই মনোযোগ সহকারে পড়া লেখা করার জন্য উপদেশ দেন ইউএনও মৌসুমী জেরীন কান্তা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]