কলারোয়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক নির্মাণ শ্রমিকের করুণ মৃত্যু হয়েছে।
নিহত নির্মান শ্রমিক মফিজুল ইসলাম (৪২) উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের মাহমুদপুর গ্রামের উত্তর পাড়ার আব্দুল গফুরের ছেলে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার দমদম বাজারে নির্মাণাধীন একটি ভবনে ওই দূর্ঘটনা ঘটে।
জানা গেছে, নির্মান শ্রমিক মফিজুল ইসলাম দমদম বাজারের জনৈক কবিরুল ইসলামের বিল্ডিং এর ২য় তলায় নির্মাণ কাজ করার সময় শর্ট সার্কিটের কারণে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যবরণ করেন।
তার মৃত্যু সংবাদটি ছড়িয়ে পড়লে তার পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস জানান, এ ব্যাপারে কলারোয়া থানায় একটি অপমৃত্যু মামলা (নং-২০, তাং-২৩-৭-২০ইং) হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : kalaroanews33@gmail.com