কলারোয়ায় বিদ্যুৎস্পৃষ্টে মনিরুল ইসলাম মনি (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে নিজ বাড়িতে বিদ্যুতস্পৃষ্টে মারা যান তিনি।
মনিরুল ইসলাম মনি উপজেলার চন্দনপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত রজব আলী ফকিরের পুত্র। তিনি গয়ড়া কলেজ মোড়ে ফল ও ফ্ল্যাক্সিলোডের ব্যবসা করতেন।
সুলতানপুর ওয়ার্ডের ইউপি সদস্য হুমায়ুন কবির জানান, 'বৃষ্টির মধ্যে বাড়ির উঠানে পা পিছলে পড়ে যাওয়ার সময় মনিরুল পাশের বাশের খুঁটি হাত দিয়ে ধরতে যান। খুঁটি উপড়ে পড়েও যান। খুঁটিতে বাঁধা ছিলো বসতঘর থেকে রান্নাঘরের বিদ্যুতের তার। বিদ্যুতের তার জোড়া দেয়া থাকায় সেটা ছিড়ে মনিরুলের শরীরে লাগলে বিদ্যুতস্পৃষ্টে তিনি মারা যান।'
তিনি আরো বলেন, 'মনিরুলের শরীরও পানিতে ভেজা ছিলো, ৩০ সেকেন্ডের মতো সে বিদ্যুতের তার ধরে ছিলেন। তাৎক্ষণিক বাড়ির ও আশপাশের লোকজন তাকে গয়ড়া রমজান ডাক্তারের ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। থানা পুলিশকে অবগত করা হয়েছে।'
মৃত্যুকালে মনিরুল তার মা, স্ত্রী ও ২ পুত্র সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]