কলারোয়ায় বিনামূল্যে ও স্বল্পমূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারী) সকাল ৯ টা থেকে বেলা ১ টা পর্যন্ত কলারোয়া আলিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত ক্যাম্পে " বিনামূল্যে ও স্বল্পমূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেয়া হয়।
জেলা চক্ষু সেবা প্রকল্পের আওতায় সাইটসেভার্স এর অর্থায়নে ব্র্যাক ও খুলনার শিরোমনি বিএনএসবি চক্ষু হাসপাতালের যৌথ বাস্তবায়নে অভিজ্ঞ চিকিৎসকদের সেবায় ক্যাম্প পরিচালিত হয়। ক্যাম্প অরগানাইজার ব্র্যাক’র মাহবুবুর রহমান জানান, খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালে চক্ষু সার্জন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাক্তার জোবায়ের রিয়াল’র নেতৃত্বে পরিচালিত ক্যাম্পে চক্ষু রোগীদের সেবা প্রদান করা হয়।
অনুষ্ঠিত ক্যাম্পে বিভিন্ন বয়সের ১৯৪ জন মহিলা রোগী ও ১০০ জন পুরুষ রোগী সেবা গ্রহন করেন। এ ছাড়া ৫৩ জন রোগীকে ছানি অপারেশনের জন্য খুলনার শিরোমনি বিএনএসবি চক্ষু হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়। ক্যাম্প পরিচালনায় মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন ও সেবা’র সদস্য সচিব মিজানুর রহমানের নেতৃত্বে স্বেচ্ছাসেবক হিসাবে সার্বিক সহযোগীতা করেন স্বেচ্ছাসেবী সংগঠন সেবা’র সদস্যবৃন্দ।
উল্লেখ্য বয়স্কভাতা, বিধবাভাতা, প্রতিবন্ধী কার্ডধারী ও অতি দরিদ্র এবং প্রতিবন্ধিদের বিনামূল্যে ছানি অপারেশন করা হবে বলে ক্যাম্প কতৃপক্ষ জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]