কলারোয়া উপজেলায় কৃষি সস্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে। ২০২১-২২ অর্থ বছরে খরিপ -১/২০২২-২৩ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নের নিমিত্তে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
বুধবার (২০এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ওই বীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন-উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-উপজেলা প্রাণীসম্পাদ কর্মকর্তা অমল কুমার সরকার, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা এছমত আরা, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা ইউনুচ আলী, কলারোয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপসহকারী কৃষি কর্তকর্তা একেএম মামুনুর রশিদসহ উপজেলার কৃষক কৃষাণীগণ। অনুষ্ঠান সঞ্চালনা করেন-উপজেলা উপ-সহকারী কৃষি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিযাউল হক।
উল্লেখ্য, কলারোয়া উপজেলা ২হাজার উপকারভোগী কৃষকের মাঝে বীজ ১০হাজার কেজি (ব্রি ধান-৪৮), ডিএপি সার ৪০হাজার কেজি, এমওপি সার ২০হাজার কেজি প্রদান করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]