কলারোয়ায় বিভিন্ন ইউনিয়নে ভোটার তালিকা হালনাগাদ-২২’ প্রনয়ন কার্যক্রমে তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাচন অফিসার কার্যালয়ের আয়োজনে রবিবার (২৫ সেপ্টেম্বার) সকালে পৃথকভাবে উপজেলার কুশোডাঙ্গা ও দেয়াড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মতবিনিময় সভা অনুণ্ঠিত হয়। অনুরুপভাবে শনিবার কয়লা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মতবিনময় সভা অনুষ্ঠিত হয়।
সকল সভায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম বাস্তবায়নে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস। তিনি গত ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১৩ অক্টোবর পর্যন্ত বাড়ি বাড়ি যেয়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের সরকারি নির্দেশনা অনুযায়ী কাজ করার আহবান জানান।
এই কার্যক্রমে নতুন ভোটার তালিকায় অর্ন্তভূক্তি, ভোটার তালিকা হতে নাম কর্তন ও ভোটার এলাকা স্থানান্তর করা যাবে বলে জানা যায়। মতবিনিময় সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১১ নং দেয়াড়া ইউপি চেয়ারম্যান মাহাবুবর রহমান মফে, ১০ নং কুশোডাঙ্গা ইউপি চেয়ারম্যান সাঈদ আলী গাজী ও ৩ নং কয়লা ইউপি চেয়ারম্যান সোহেল রানা সহ সকল ইউপি সদস্য, সংশ্লিষ্ট ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারগণ।
উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস মতবিনিময় ও হালনাগাদ ভোটার তালিকা প্রনয়নের কার্যক্রম পরিদর্শন অব্যাহত থাকবে বলে জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]