কলারোয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শুভ নববর্ষ ১৪২৯ উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (পহেলা বৈশাখ) সকালে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, কুইজ প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাঙ্গালির প্রাণের উৎসব পহেলা বৈশাখে নতুন পোশাকে সজ্জিত হয়ে অতিথি সহ কোমলমতি শিশুদের উপস্থিতিতে মঙ্গল শোভা যাত্রাটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী। সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, সহকারি মাধ্যমিক শিক্ষা অপিসার হারুন অর রশিদ, প্রধান শিক্ষক আ: রব, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক রুহুল অমিন, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক মুজিবর রহমান, উপজেলা শিল্পকলা একাডেমির সংগীত শিল্পী শিলা রানী হালদার সহ শিক্ষক মন্ডলী ও কোমলমতি শিক্ষার্থীবৃন্দ।
পরে শিক্ষার্থীদের অংশগ্রহনে কুইজ প্রতিযোগীতা ও নতুন বছরের আগমনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ দিকে উপজেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন আঙ্গিকে শুভ নববর্ষ ১৪২৯ উদযাপিত হয়েছে বলে জানা যায়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]