কলারোয়ায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। শুভ মহা নবমীর পূর্নলগ্ন মঙ্গলবার( ৪ অক্টোবর) সন্ধ্যায় পৌরসভাধীন তুলশিডাঙ্গা ঘোষ পাড়া, সোনাবাড়িয়া শ্যামসুন্দর পূজা মন্ডপসহ একাধিক মন্ডপ পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার( এসপি) কাজী মনিরুজ্জামান (পিপিএম বার) উৎসবমুখর পরিবেশে আনন্দ প্রকাশ করে বলেন, অসম্প্রাদায়িক বাংলাদেশ গড়তে ধর্ম যার যার' উৎসব সবার' এই মতে বিশ্বাসী হয়ে সকল ধর্ম, বর্ণের মানুষকে সৌহার্দ্য পূর্ন পরিবেশে বসবাস করার আহবান জানান।
তিনি আইনশৃংখলা সম্মুন্নত রাখার প্রত্যয়ে সরকারি সকল নির্দেশনা মেনে উৎসবের আনন্দে মুখরিত হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন। সব শেষে তিনি জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সনাতন ধর্মালম্বী সহ মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রানিত সকলকে শারদীয় শুভেচ্ছা জানান।
পৃথক পৃথক অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( অর্থ ও প্রশাসন) সজিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (অপস এন্ড ক্রাইম) আতিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার( সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, সাতক্ষীরা জেলার ডিআইও-১ মোহাম্মদ জাহিদ হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা আ'লীগ সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সাতক্ষীরা ওসি ডিবি বাবলুর রহমান, কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, পুলিশ পরিদর্শক ( তদন্ত) হাফিজুর রহমান, সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, সনাতন ধর্মীয় নেতা সিদ্ধেশ্বর চক্রবর্তী, সন্তোষ কুমার পাল, রনোজিৎ কুমার ঘোষ সহ ধর্মীয় নেতৃবৃন্দ ও সূধিজন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]