কলারোয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
মাতৃভাষা দিবস উপলক্ষে রবিবার সকাল সাড়ে ৮টায় সিংগা স্কুলে নব-নির্মিত শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে শিক্ষক, ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে অনুষ্ঠিত বিশাল র্যালিটি সিংগা বাজার সংলগ্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্কুল চত্ত¡রে আলোচনা সভায় মিলিত হয়। সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন শিক্ষক নেতা প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ।
স্কুল পরিচালনা কমিটির সদস্য গোলাম সরোয়ারের সভাপতিত্বে ও শিক্ষক সাংবাদিক দীপক শেঠের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিংগা প্রাইমারী স্কুল পরিচালনা কমিটির সভাপতি ডা: ফজলুর রহমান, মাস্টার আব্দুস সবুর, শিক্ষিকা নাসরিন আক্তার, শিক্ষার্থী আল মামুন, আবু সাঈদ, আফরোজা খাতুন, সানজিদা ইয়াসমীন জ্যোতি, আব্দুর রহমান তাজিম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র শিক্ষক আজিজুর রহমান, আ: রউফ, প্রদীপ বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন, জহুরুল ইসলাম, শফিকুল ইসলাম, আ: সালাম, স্বপন সরকার, বদরুজ্জামান, শুভংকর মজুমদার, অফিস স্টাফ সাহিদা খাতুন, ইশারুলসহ শিক্ষার্থীবৃন্দ। আলোচনা শেষে প্রয়াত স্কুল ছাত্রী আইরিন নাহার, প্রয়াত ছাত্র সাব্বির হোসেনসহ ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন ধর্মীয় আব্দুস সালাম।
এ দিকে, কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল, গার্লস পাইলট হাইস্কুল, মডেল মাধ্যমিক বিদ্যালয়, বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, মুরারীকাটি মাধ্যমিক বিদ্যালয়, সোনাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, ভাদিয়ালী মাধ্যমিক বিদ্যালয়, সরসকাটি মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি যথাযোগ্য মর্যাদয় পালিত হয়েছে বলে জানা যায়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]