কলারোয়ায় ৪টি পেটে বাচ্চাওয়ালা মৃত ছাগল নিয়ে সাজেদা খাতুন নামের এক নারী থানায় আসেন বিচারের দাবীতে। ওই নারী জানায়, তার স্বামী নেই। গ্রামে ছাগল পালন করে সংসার চালান।
তিনি ছাগলগুলি তার বাড়ীর পাশ্বে ছেড়ে দিয়ে ঘাষ খাওয়ান। কিন্তু ওই এলাকার এক ঘের মালিক তার ঘেরের আইলে বিষ স্প্রে করে রাখে সকলের অজান্তে। আর সেই ঘাষ খেয়ে ছাগল ৪টি মারা যায়। তার এক মাত্র সম্বল ওই ৪টি ছাগল। ছাগলগুলির পেটে বাচ্ছা আছে বলে তিনি দাবী করেন।
এমন হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার (১৯জুলাই) কলারোয়া উপজেলার খাসপুর গ্রামে। এলাকাবাসীরা জানান-উপজেলার খাসপুর গ্রামের মৃত আঃ রহিমের স্ত্রী সাজেদা খাতুন অতিকষ্টে সংসার নির্বাহ করে আসছে। নিজ বাড়ীতে ৪টি মা ছাগল পুষে লালন পালন করে আসছে। বর্তমানে ছাগলগুলির পেটে বাচ্চা আছে। প্রতি দিনের ন্যায় বাড়ীর পার্শ্বে ঘেরের আইলে ছাগল গুলি ছেড়ে দেন। মঙ্গলবার ওই ছাগল ছেড়ে দিলে ঘেরের পার্শ্বে থাকা আইলের ঘাষ খেলে ছাগল গুলি সাথে সাথে মাথা ঘরে মাটিতে পড়ে যায়।
পরে বাড়ীতে নিয়ে আসলে একে একে ৪টি ছাগল মারা যায়। এদিকে কলারোয়া প্রাণিসম্পদ অফিসের ভেটেনারী সার্জন ডাঃ সাইফুল ইসলাম জানান, মৃত ছাগল গুলির মুখের গন্ধ থেকে বোঝা যাচ্ছে ছাগলগুলো বিষ জাতীয় কিছু খেয়েছে। তবে মৃত ছাগলের কিছু কিট সংগ্রহ করে ঢাকায় পাঠালে সব জানা যাবে।
অন্যদিকে কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মৃধা বলেন, ছাগল মৃতের বিষয়ে থানায় লিখিতভাবে অভিযোগ পাওয়া গেছে। আশা করছি তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]