বাংলাদেশ পাট অধিদপ্তর খুলনা এর দায়িত্বপ্রাপ্ত কলারোয়া উপজেলা পাট সুপারভাইজার অনির্বান সরকারের অবহেলায় কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়ন ও কেরালকাতা ইউনিয়নের দরিদ্র ও বর্গাচাষীরা পাটবীজ ও সার পাওয়া থেকে বঞ্চিত হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে সোমবার কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি স ম মোরশেদ আলি (ভিপি মোরশেদ) এবং জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশাখা তপন শাহা প্রথমে কলারোয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম ও পরে কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর কাছে মৌখিক অভিযোগ করেন।
সেসময়ে সেখানে দায়িত্বপ্রাপ্ত পাট সুপারভাইজার অনির্বান সরকার উপস্থিত ছিলেন কিন্তু ২টি ইউনিয়নের চাষীরা সার বীজ কেন পেল না তার যথার্থ কোন সদুত্তর দিতে পারেননি।
এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন- 'আমি দায়িত্বপ্রাপ্ত সুপার ভাইজারকে ২টি ইউনিয়নের চাষীদের হাতে বীজ এবং সার অতিশীঘ্রই তুলে দেওয়ায় জন্য বলেছি। এছাড়া এ ব্যাপারে সাতক্ষীরা জেলা প্রশাসক ও খুলনা বিভাগীয় পাট কর্মকর্তার নিকটে অভিযোগ জানিয়ে এর সমাধান করবো।'
সব ইউনিয়নের চাষীরা গত ২৩ মার্চ সার বীজ পেলেও ২টি ইউনিয়নের পাটচাষিরা হতাশ হয়ে অনতিবিলম্বে সাতক্ষীরা জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সার ও বীজ পাওয়ার আকুতি জানিয়েছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]