কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেম উদ্দীনের ১ম মৃত্যুবার্ষিকী আগামী ২৮ মার্চ।
২০২১ সালের ২৮ মার্চ সকালে তিনি কলারোয়া পৌরসভাধীন (তুলশিডাঙ্গা) নিজ বাড়ীতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না..রাজেউন)।
মৃত্যুবার্ষিকী পালনে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ও উপজেলা আ’লীগের আয়োজনে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা জানান, আগামী ২৮ মার্চ সকাল ১০ টায় কলারোয়ায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের নিজস্ব কার্যালয়ে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দীনের স্মরণ সভা ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হবে।
তিনি উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা ও পরিবার সহ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষদের উপস্থিতি কামনা করেছেন। অনুরুপভাবে, আ’লীগ সূত্রে জানা যায়, মুক্তিযুদ্ধকালিন গেরিলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দীনের ১ম মৃত্যুবার্ষিকীতে মরহুমের কবর জিয়ারত, পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন, স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মরহুমের জামাতা উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন আগামী ২৮ মার্চ সোমবার সকাল ১১ টায় কলারোয়া পাবলিক ইনস্টিটিউট চত্বরে অনুষ্ঠিতব্য স্মরণসভা সহ নানান কর্মসূচিতে আ’লীগের নেতা-কর্মী সহ মুক্তিযুদ্ধের স্ব-পক্ষের সকল মানুষকে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]