কলারোয়া সহ সারা দেশে টানা দাবদাহের পর মঙ্গলবার বৃষ্টির দেখা মিলেছে। অসহ্য গরমের পর বহুল প্রত্যাশিত এই বৃষ্টি মানুষের মধ্যে স্বস্তি এনে দিয়েছে।
রোজাদার কিছুটা কষ্ট লাঘব হয়েছে।
ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমেও মানুষকে বৃষ্টির ছবি পোস্ট করতে দেখা গেছে।
কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড়ও হয়েছে। এতে গরমও কমে এসেছে।
এদিকে টানা তাপপ্রবাহের পর মাঝ বৈশাখে ঝড়ো হাওয়াসহ বজ্র্য বৃষ্টি হবে বলে আগেই আভাস দিয়েছিল আবহাওয়া অধিদফতর।
এ বছর বৈশাখের শুরুটা বৃষ্টিহীন যাচ্ছিল। গত মার্চ থেকে এ পর্যন্ত দেশজুড়ে তৃতীয় তাপপ্রবাহ বইছে। প্রচণ্ড গরমে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। এ অবস্থায় এক পশলা বৃষ্টি মানুষের মধ্যে স্বস্তির নিঃশ্বাস এনে দিয়েছে। বৃষ্টির পর কলারোয়ার আবহাওয়া শীতল হয়েছে।
কলারোয়ার বিভিন্ন এলাকায় জনজীবনের সাথে স্বস্তি মিলেছে ফসলী মাঠের নানান সবজি চাষে। কৃষকের মুখে হাসি ফুটেছে। তবে যাদের ইরি বোরো মৌসুমের ধান মাঠে কেটে রাখা অবস্থায় আছে সেগুলো ভিজে গেছে।
জানা গেছে, বেশিরভাগ কৃষকের ধান বাড়িতে আনা হলেও কিছু সংখ্যাক কৃষকের ধান মাঠে রয়েছে।
তবে ধানের আংশিক ক্ষতি হলেও মাঠে অন্যান্য ফসলের জন্য বৃষ্টি উপকার বয়ে এনেছে বলে কৃষকরা জানান। পাট, সবজি, পান বরোজ সহ অন্যান্য ফসলের জন্য বৃষ্টি আর্শিবাদ বয়ে এনেছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]