কলারোয়া পৌরসভার ৬ নং ওয়ার্ড সহ বেত্রবতী নদীর তীর ঘেঁষে বসবাসকারী অসহায় মানুষের বাসস্থানের দাবীতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আর্তনাদ।
কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে মঙ্গলবার (৫ এপ্রিল) সকালে অসংখ্য ভ্থমিহীন মানুষ মানবিক আবেদন পত্র হাতে নিয়ে তাদের মানবতার জীবন যাপনের কাহিনী তুলে ধরেন। কলারোয়া পৌরসভার বুক চিরে বয়ে যাওয়া মৃতপ্রায় বেত্রবতী নদীর পানি প্রবাহের গতিপথ স্বাভাবিক করতে ইতোমধ্যে সরকারীভাবে খনন কার্যক্রম শুরু করেছেন। নদী খনন কাজে সহযোগীতা করায় পৌরসভাধীন গেপিনাথপুর ৬নং ওয়ার্ড সহ নদীর তীর (ধার) ঘেঁষে বসবসকারী কয়েক শতাধিক ছিন্নমূল পরিবারের মানুষ আজ মানবতায় জীবন যাপন করছেন।
সরকারের এই নদী খনন কর্মকান্ডকে সাধুবাদ জানিয়ে অসহায়-দুস্থ মানুষরা আজ নাগরিকের মৌলিক অধিকার একটুখানি বাসস্থানের দাবী জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আকুল আবেদন জানিয়েছেন।
নদীর ধার থেকে বাড়িঘর সরিয়ে নিয়ে খোলা আকাশের নীচে বসবাসকারী মানুষদের আর্তনাদে মানবিক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী ক্ষতিগ্রস্থদের মাঝে উপস্থিত হয়ে সহায়তার কথা উর্দ্ধতন কর্মকর্তা সহ পৌর কতৃপক্ষের কাছে তুলে ধরতে উদার মানসিকতার পরিচয় দেন।
তিনি বলেন, এ সকল আবেদনকারী গৃহহীন মানুষ সরকারী ঘর বরাদ্দের দাবীতে সাতক্ষীরা জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর সু-দৃষ্টি কামনা করেছেন। এ সময় উপজেলা পরিষদ চত্বরে ৬নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর আলফাজ হোসেনের মানবিক সহায়তায় ক্ষতিগ্রস্থ পরিবারের অসংখ্য নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]