সাতক্ষীরা কলারোয়া থানার কাকডাঙ্গা গ্রামে মধ্যরাতে ২ গ্রুপে সংঘর্ষ হওয়ার অভিযোগ উঠেছে। উক্ত ঘটনায় আহত আবু হুরায়রা (২৪) গুরুতর আহত অবস্থায় কলারোয়া উপজেলা হাসপাতাল চিকিৎসাধীন আছেন।
আবু হুরায়রা কাকডাঙ্গা গ্রামের বিশউলের পুত্র।
আবু হুরায়রার মা আলমা খাতুন জানান রাত তিনটার দিকে ১০ থেকে ১২ জন লোক তার বাড়িতে এসে তার ছেলেকে নাম ধরে ডাকে। কারণ জানতে চাইলে তারা গেট এবং টিনের বেড়ায় ভাঙচুর করে। আলমা খাতুন বলেন তার ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে, আমি এদের মধ্য থেকে চারজন কে চিনতে পেরেছি।
কাকডাঙ্গা গ্রামের শামসুর আলী ছেলে খোরশেদ (৩২) একই গ্রামের ছেলে জাহাঙ্গীর (২২) আলতাজ আলীর পুত্র মামুন (২৩) সুরত আলীর পুত্র হাসমত।
এলাকাবাসীর সূত্রে জানা যায় যে, হঠাৎ এই গভীর রাতে পূর্ব পাড়ার খোরশেদ, দক্ষিণ পাড়ার বাড়িতে এসে হামলা চালায়। এতে করে দুই পক্ষের দুজনেই আহত হয়েছেন। আবু হুরায়রাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি হলেও এটা এলাকার কেউ দেখেননি। সবাই জানেন খোরশেদ খুলনাতে নাকি চিকিৎসাধীন আছেন। এই ব্যাপারে খোরশেদের সাথে মুঠোফোনে যোগাযোগ করতে চাইলে যোগাযোগ করা সম্ভব হয়নি।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ মুনীর-উল গীয়াস জানান এই বিষয় কোন অভিযোগ আসে নি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]