কলারোয়ায় জাতীয় ‘ভিটামিন এ প্লাস’ ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলারোয়া উপজেলা কমপ্লেক্সের আয়োজনে কমপ্লেক্স সভা কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা ও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারান চন্দ্র পাল।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান প্রধান শিক্ষক নূরুল ইসলাম, সহকারি পরিবার পরিকল্পনা কর্মকর্তা পিযুষ কান্তি ঘোষ, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার শোভা রায়, মেডিকেল টেকনোলজি (ইপিআই) কাজী নাজমুল হাসান, স্বাস্থ্য পরিদর্শক নজরুল ইসলামসহ জনপ্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ।
সভাটি পরিচালনা করেন ইমার্জেন্সি মেডিকেল অফিসার (এমওডিসি) ডাক্তার মাহাদী আল মাসুদ।
উল্লেখ্য, জাতীয় পুষ্টি সেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের বাস্তবায়নে আগামি ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত কলারোয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে শিশুদের জন্য ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম অনুষ্ঠিত হবে বলে জানা যায়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]