কলারোয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ নভেম্বর) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত ওই সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ ইমরান হোসেন, বিআরডিবি চেয়ারম্যান আব্দুল গফুর, পৌর সচিব তুষার কান্তি দাস, থানার এসআই হাসান, রিপোটার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, বাজার ব্যবসায়ী সমিতির নেতা সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, সাংবাদিক জাকির হোসেন, সাংবাদিক এমএ সাজেদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।
উপজেলা প্রশাসন ওই সেমিনারের আয়োজন করে।
সেমিনারে বক্তারা বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণে প্রথমেই জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। ভোক্তাদের সচেতনতা সৃষ্টির হলেই ভোক্তা অধিকার সুরক্ষিত সম্ভব। সেজন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সুফল পেতে জনগণকেই এগিয়ে আসার আহবান জানানো হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]