কলারোয়ায় ভোটার তালিকা হালনাগাদ-২২' কার্যক্রমে তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২০ সেপ্টেম্বর) সকাল ৯ টায় কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচন কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার ফারাজী বেনজির আহম্মেদ।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস। প্রশিক্ষনে ১ টি পৌরসভা ও ১২ টি ইউনিয়নে তালিকা হালনাগাদ কার্যক্রমে ২৩ জন সুপারভাইজার ও ৯২ জন তথ্য সংগ্রহকারী অংশগ্রহন করেন।
উল্লেখ্য, আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত বাড়ি বাড়ি যেয়ে তথ্য সংগ্রহ করা হবে বলে জানা যায়। নতুন ভোটার তালিকায় অর্ন্তভূক্তি, ভোটার তালিকা হতে নাম কর্তন ও ভোটার এলাকা স্থানান্তরদের জন্ম তারিখ গত ১ জানুয়ারী ২০০৭ পর্যন্ত বা তার পূর্বে তাদের তথ্য সংগ্রহ করা হবে বলে নির্বাচন অফিস সূত্রে জানা যায়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]