কলারোয়ায় দুই চাউল ব্যবসায়ীকে ৫ হাজার টাকা ও এক হোটেল মালিককে ৫শ টাকা টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা নিবার্হী অফিসার ও নিবাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী জেরিন কান্তা কলারোয়া বাজারের চাউলপট্টি মোড় এলাকায় ও বেলা ১টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নিবাহী ম্যাজিস্ট্রেট আক্তার হোসেন পৃথক ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ইউএনও অফিস সূত্রে জানা গেছে, চাউলপট্টি মোড় এলাকায় অবস্থিত মুকুল বাণিজ্য ভান্ডার, চাউল ব্যবসায়ী সাহেব আলী ও বাসস্ট্যান্ডস্থ মা হোটেল এ্যান্ড রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করেন পৃথক ভ্রাম্যমাণ আদালত। সেসময় দোকানে প্লাস্টিক বস্তা ব্যবহার ও রাখার অপরাধে পণ্য পাটজাত মোড়কের বাধ্যতামুলক ব্যবহার আইন ২০১০এর ৫৩ ধারায় আওতায় ৩ দোকান মালিককে ৫ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পাট অফিসের পাট উন্নয়ন সহকারী আমির হোসেন, কলারোয়া নিবার্হী অফিসের বেঞ্চ সহকারী আব্দুল মান্নানসহ থানার কয়েকজন পুলিশ সদস্য।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]