মহামারি করোনা সংক্রমণ’র প্রার্দুভাব রোধে কঠোর লকডাউনে কলারোয়ায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে সরকারি নির্দেশনা অমান্য করায় কয়েকজনকে অর্থিক জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, রবিবার (১৮ এপ্রিল) বেলা ১টার দিকে সরসকাটি বাজারের বিভিন্ন স্থানে ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী আদালত পরিচালনাকালে স্বাস্থ্যবিধি ভঙ্গ ও আইন অমান্য করায় এক কাপড় ব্যবসায়ীকে ৫ হাজার টাকাসহ কয়েকজনকে আর্থিক দন্ডে দন্ডিত করেছেন।
এ সময় জনসচেতনতা বৃদ্ধিমূলক প্রচার প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়। আদালতে আইনগত সহায়তা করেন বেঞ্চ সহকারী আব্দুল মান্নানসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ। স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদ থাকুন এই বার্তাকে সামনে রেখে, মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামালের নির্দেশনায় মাস্ক পরিধান নিশ্চিতকরণ ও সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]