পবিত্র রমজানের প্রথম দিনে কলারোয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার(৩ মার্চ) বেলা ১২ টার দিকে পৌর বাজারের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরীর নেতৃত্বে অভিযান পরিচালনায় সহযোগীতা করেন থানার অফিসার ইনচার্জ(ওসি) নাসির উদ্দীন মৃধা। আদালত সূত্রে জানা যায়, পৌর সদরের জেলা পরিষদ মার্কেটের এক গার্মেন্স দোকানের মালিককে দ্রব্যমূল্য বেশি রাখার অপরাধে ৫ হাজার টাকা ও মাংস বাজারের ২ গরুর মাংস ব্যবসায়ীকে আইন অমান্য করে দাম বেশি রাখার দায়ে ৩ হাজার(২ হাজার+১ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আদালতের বেঞ্চ সহকারী আঃ মান্নান সহ পুলিশ সদস্য ও সাংবাদিকবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী জানান, পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ভ্রাম্যমান আদালতের অভিযান চলমান থাকবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]