কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ইভটিজিং করার অপরাধে এক যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস।
আদালত সূত্রে জানা যায়, উপজেলার ঝাঁপাঘাট গ্রামের সাহাদাৎ হোসেনের ছেলে জাহিদ হোসেন(২৪) দীর্ঘদিন যাবৎ পাঁচপোতা গ্রামের মোখলেছুর রহমানের মেয়েকে উত্যক্ত করে আসছিলো। এরই ধারাবাহিকতায় সোমবার ( ২৫ জুলাই) বিকালে বখাটে যুবক জাহিদ হাসান অপ্রাপ্তবয়স্ক মেয়েকে ইভটিজিং করার সময় জনতার হাতে আটক হয়।
পরে বিষয়টি থানা পুলিশকে জানালে থানার এসআই রঞ্জন কুমার মালে দমদম বাজারে যেয়ে ইভটিজিংকারীকে উদ্ধার করে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করে। ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ইভটিজিং এর অপরাধে জাহিদ হাসানকে ১ মাসে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এ সময় উপন্থিত ছিলেন এসআই রঞ্জন কুমার মালে, বেঞ্চ সহকারী আঃ মান্নান সহ এলাকার গন্যমান্যব্যক্তি বর্গ ও পুলিশ সমদস্যবৃন্দ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]