পবিত্র ঈদুল আযহা শেষে কঠোর লকডাউনের প্রথম দিনে কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে কয়েকজনকে আর্থিক জরিমানা করা হয়েছে। আদালত সূত্রে জানা যায়, শুক্রবার (২৩ জুলাই) সকাল থেকে পৌর সদরসহ উপজেলার বিভিন্ন স্থানে পৃথকভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
লকডাউন বাস্তবায়নে ' সাতক্ষীরা জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে পৌর সদরে ৩টি মামলায় ২ হাজার টাকা জরিমান করেন।
অনুরুপভাবে নবাগত উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমীন পৌর সদর, কোটা, গোপীনাথপুর সহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাস্ক পরিধান না করাসহ একাধিক অপরাধে ২১ টি মামলায় ১২ হাজার ৯ শত' টাকা জরিমানা করেন। আদালত কার্যে সহযোগীতা করেন বেঞ্চ সহকারি প্রনব কুমার ও সেনাবাহিনী, পুলিশ ও ব্যাটালিয়ন আনসার সদস্যবৃন্দ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]