কলারোয়ায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে বাল্যবিবাহ রোধকল্পে কণ্যার পিতাকে আর্থিক
জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার(২৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে কুশোডাঙা ইউনিয়নের রায়টা গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমীন।
আদালত সূত্রে জানা যায়, রায়টা গ্রামের তাজউদ্দীনের পুত্র মোশারাফ হোসেন গোপনীয়তা রক্ষা করে অপ্রাপ্ত বয়স্ক কণ্যাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন।
গোপন সংবাদের ভিত্তিতে বাল্যবিবাহের বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার বৌ-ভাতের দিন ভ্রাম্যমান আদালতের অভিযানে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমীন বাল্য বিবাহদানের অপরাধে কণ্যার পিতা মোশারাফ
হোসেনকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।
আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরুন নাহার আক্তার, থানার এসআই নাসিরউদ্দীন, বেঞ্চ সহকারী মোকাদ্দের হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]