কলারোয়ার যুগিবাড়িতে মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহতের নাম মহসিন আলী। তার বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার গোবিন্দকাঠি গ্রামে।
সে একটি মিষ্টির দোকানের কর্মচারী।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে কলারোয়া পৌরসভাধীন যূগিবাড়ি মোড়ে যশোর-সাতক্ষীরা মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাস্তা পার হচ্ছিলেন মহসিন আলী। সেসময় দ্রুতগতির বেপরোয়া একটি মোটরসাইকেলের ধাক্কায় ছিটকে পড়েন তিনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মূলত দুর্ঘটনাস্থলেই তিনি মৃত্যুর কোলে ঢোলে পড়েন বলে স্থানীয়রা জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]