কলারোয়ায় পবিত্র মহররম ও আশুরার শিক্ষা ও তাৎপর্য সম্পর্কে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার এশার নামাজের পর বাসস্ট্যান্ড জামে মসজিদে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা পর্বে সভাপতিত্ব করেন মসজিদের সেক্রেটারি রশিদুর রহমান খান চৌধুরী।
প্রধান বক্তা ছিলেন ও দোয়া পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মসজিদের খতিব মাওলানা লুৎফর রহমান ফারুকী।
বক্তব্য রাখেন মসজিদের সিনিয়র সহ.সভাপতি ও কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আলহাজ আবু নসর, সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের ধর্মীয় শিক্ষক মাওলানা আকবর হোসেন ও মসজিদের পেশ ইমাম হাফেজ হাফিজুর রহমান।
অসংখ্য মুসল্লি এসময় উপস্থিত ছিলেন।
দোয়ানুষ্ঠান শেষে মুসল্লিদের মাঝে তাবারক বিতরণ করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]