কলারোয়ায় মহান বিজয় দিবসে স্মৃতিস্তম্ভে পুষ্পাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন ও মাস্ক বিতরণ করেছে বিএনপি ও ছাত্রদল।
১৬ ডিসেম্বর (বুধবার) সকাল সাড়ে ৮টার দিকে কলারোয়া ফুটবল মাঠের কর্নারে অবস্থিত মুক্তিযুদ্ধের বিজয়স্তম্ভ ‘স্বাধীনতা’র পাদদেশে পুষ্পার্ঘ অর্পণ করে দলটির নেতৃবৃন্দ।
পরে বাজারের বিভিন্ন স্থানে করোনা প্রতিরোধে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা বিএনপি’র সহ.সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রইছ উদ্দীন, পৌর বিএনপি‘র সাধারণ সম্পাদক শেখ শরীফুজজামান তুহিন, শেখ আমানুল্লাহ কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক দোয়েল বাবু, সাবেক সভাপতি ইশারুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহজালাল আহমেদ সাজু, যুগ্ম আহবায়ক মনজুরুল ইসলাম, শেখ রাব্বী হাসান, সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন, সদস্য মিজানুর রহমান মিথুন, তারেক আজীজ, পৌর ছাত্রদলের আহবায়ক শুভ রাসেল, সিনিয়র যুগ্ম আহবায়ক এমএম প্রিন্স, যুগ্ম আহবায়ক আজমীর হোসেন সজীব, সদস্য সচিব জিএম সোহেল, সদস্য মুজাহিদুল ইসলাম, আল-আমিন, কলারোয়া সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ ফয়সাল হোসেন, সোহানুর রহমান আকাশ, নাইমুজ্জামান, মোস্তফিজুর রহমান, মুক্তাদির রহমান, সোহান, সজল, সদস্য সচিব কাইফুর রহমান সৈকত, সদস্য সোহেল, সাকিব, রাহুল, জীবন, শাহরিয়ার, ইমরান হোসেন, শেখ আমানুল্লাহ কলেজ ছাত্রদলের আহবায়ক সুজন, সদস্য সচিব আল আমিনসহ নেতৃবৃন্দ।
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে, দীর্ঘ কয়েক বছর পর বিএনপি ও ছাত্রদলকে জাতীয় দিবসে প্রকাশ্যে কর্মসূচি পালন করতে দেখা গেলো।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]