কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়ন ও সাতক্ষীরার বাঁশদহা ইউনিয়নের গড়িয়াডাঙ্গা ব্রীজ হতে কেঁড়াগাছি দক্ষিনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত মাত্র ১ কিলোমিটার কাঁচা রাস্তার জন্য ৪ কিলোমিটার ঘুরতে হয় দুই উপজেলার সীমান্তবর্তী দুই ইউনিয়নের মানুষের।
রাস্তাটি পাকাকরণের জন্য জোর দাবি জানিয়েছেন ভুক্তোভোগী এলাকাবাসী।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তাটি কাদা পানিতে একাকার হয়ে গেছে।
পথচারী জানান, ভালো জামা কাপড় পড়ে এই রাস্তা দিয়ে যাওয়ার কোন উপায় নেই। এতো পরিমাণ কাদা যে মাঠে কাজ করতে যেতেও ভোগান্তি পোহাতে হয়।
রাস্তাটি পাকা করা হলে সাতক্ষীরা সদরের তলুইগাছা, গড়িয়াডাঙ্গা, কাওনডাঙ্গা, হাওয়ালখালি ও কলারোয়া উপজেলার সীমান্তবর্তী চারাবাড়ি, কেঁড়াগাছি, কুঠিবাড়ি, গাড়াখালি, ভাদিয়ালী, কাকডাঙ্গা গ্রামের মানুষজন খুবই উপকৃত হবে।
তারা অল্প সময়ের মধ্যেই জেলা সদরে প্রয়োজনীয় কাজে যাতায়াত করতে পারবেন। তা না হলে মাত্র ১ কিলোমিটারের জন্য ৪ কিলোমিটার পথ ঘুরে যাতায়াত করতে হয়।
এমতাবস্থায় রাস্তাটি পাকাকরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন ভুক্তোভোগী এলাকাবাসী।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]