কলারোয়ায় মাদক ব্যবসায়ীসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২নভেম্বর) পৃথক অভিযানে তারা গ্রেপ্তার হয়।
থানা সূত্রে জানা যায়, উপজেলার মদনপুর গ্রামের নিছার আলী মোল্যার পুত্র রাসেল মোল্যা (৩৮) গ্রেপ্তার করে পুলিশ। সেসময় তার বসত ঘর থেকে ৭ বোতল ফেনসিডিল ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
অপরদিকে, রঘুনাথপুর গ্রামের মৃত মোছাব্দি মোড়লের পুত্র ওয়ারেন্টভূক্ত আসামি হারুনকে গ্রেপ্তার করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তরদের সোমবার সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]