সুইজারল্যান্ডের অর্থায়নে উইনরক ইন্টারন্যাশনাল পরিচালিত আশ্বাস প্রকল্পের আওতায় সেন্টার ফর উইমেন এ্যান্ড চিলড্রেন স্ট্যাডিজ এর বাস্তবায়নে গতকাল সোমবার সকাল ১১ টার সময় কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে আইন প্রয়োগকারী সংস্থা এবং স্থানীয় মিডিয়া কর্মীদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
কলারোয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাস।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা। এ সময় মুক্ত আলোচনায় অংশগ্রহন করে মানব পাচার প্রতিরোধ এবং মানবপাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী পুরুষদের পূর্ণবাসনের বিষয়ে আলোচনা করেন সাংবাদিক এস,এম জাকির হোসেন, সাংবাদিক আরিফুল হক চৌধুরী ও কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার আবু তাহের। মানবপাচার বিষয়ক প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে উপস্থাপন করেন সিডবিøউসিএস এর প্রজেক্ট কো-অর্ডিনেটর আসাদুজ্জামান রিপন ও প্রকল্পের সোসাল মোবিলাইজার মাহমুদুল হাসান। এ সময় বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তা ও স্থানীয় মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : kalaroanews33@gmail.com